গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

✬প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।

✬প্রশ্ন: বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।

✬প্রশ্ন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?
উত্তর : ১৯৮৮ সালে।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম কি?
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)

✬প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।

✬প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল।

✬প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে।

✬প্রশ্ন: ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।

✬প্রশ্ন: দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে।

✬প্রশ্ন: জাপানের বৃহত্তম দ্বীপ এর নাম কী?
উত্তর : হনসু।

✬প্রশ্ন: দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানীর নাম কী?
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান।

✬প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে।

আরো পড়ুন ➢ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান – সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আন্তর্জাতিক বিষয়াবলী

✬প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী কে?
উত্তর : জর্জ হ্যারিসন।

✬প্রশ্ন: চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?
উত্তর : রোম শহরকে।

✬প্রশ্ন: এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে।

✬প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে।

✬প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি।

✬প্রশ্ন: সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে?
উত্তর : ১৯৫৬ সালে।

✬প্রশ্ন: বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি।

✬প্রশ্ন: বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে।

✬প্রশ্ন: WWW মানে কি?
উত্তর : World Wide Web

✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?
উত্তর : খাগড়াছড়ি জেলাকে।

✬প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯২১ সালে।

✬প্রশ্ন: ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ।

✬প্রশ্ন: সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে।

✬প্রশ্ন: মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়।

✬প্রশ্ন: কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকার নাম কী?
উত্তর : ভেঙ্গি ভ্যালি।

✬প্রশ্ন: রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?
উত্তর : সাজেক ভ্যালিকে।

✬প্রশ্ন: পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : বান্দরবান জেলাকে।

✬প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : রিচার্ড নিক্সন।

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির নাগরিক।

✬প্রশ্ন: বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে?
উত্তর : সুন্দরবনকে

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইন্দিরা গান্ধী।

✬প্রশ্ন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর।

✬প্রশ্ন: আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে।

✬প্রশ্ন: ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার।

✬প্রশ্ন: ওকিনাওয়া দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর : জাপান।

✬প্রশ্ন: আগুনের দ্বীপ বলা হয় কাকে?
উত্তর : আইসল্যান্ড দ্বীপকে।

✬প্রশ্ন: ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা।

✬প্রশ্ন: শিকাগো শহরকে কি বলা হয়?
উত্তর : বাতাসের শহর।

✬প্রশ্ন: আধুনিক শিক্ষার জনক কে?
উত্তর : সক্রেটিস।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী কে?
উত্তর : নিশাত মজুমদার।

✬প্রশ্ন: পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ।

✬প্রশ্ন: গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর : সীতাকুণ্ড।

✬প্রশ্ন: বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে।

✬প্রশ্ন: বাংলাদেশের আমাজান বলা কাকে?
উত্তর : সিলেটের রাতারগুল বনকে।

✬প্রশ্ন: কোন দেশ ভাটির দেশ নামে পরিচিত?
উত্তর : বাংলাদেশ।

✬প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর : সংবিধান।

✬প্রশ্ন: বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।

✬প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?
উত্তর : ১১টি।

✬প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।

✬প্রশ্ন: ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : সিলেট।

✬প্রশ্ন: ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম।

✬প্রশ্ন: গুগলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

✬প্রশ্ন: প্রকৃতির কন্যা বলা হয় কাকে?
উত্তর : সিলেটের জাফলংকে।

✬প্রশ্ন: মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার।

✬প্রশ্ন: এনাটমির জনক কে?
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস।

✬প্রশ্ন: সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি।

✬প্রশ্ন: আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।

✬প্রশ্ন: নিষিদ্ধ শহর বলা হয় কাকে?
উত্তর : তিব্বতকে

✬প্রশ্ন: মুক্তার দেশ বলা হয় কাকে?
উত্তর : কিউবা।

✬প্রশ্ন: ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।

✬প্রশ্ন: ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।

✬প্রশ্ন: ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়।

✬প্রশ্ন: হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।

✬প্রশ্ন: ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পল জুলিয়াস রয়টার

✬প্রশ্ন: ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য।

✬প্রশ্ন: নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার।

✬প্রশ্ন: মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে।

✬প্রশ্ন: হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে।

✬প্রশ্ন: আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।

✬প্রশ্ন: কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে।

✬প্রশ্ন: ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি।

✬প্রশ্ন: প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রামকে

✬প্রশ্ন: বাংলাদেশে শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার।

✬প্রশ্ন: বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল।

✬প্রশ্ন: সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?
উত্তর : রাঙামাটিকে।

✬প্রশ্ন: বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে?
উত্তর : ভোলা জেলাকে

(সংগৃহীত)

আরো পড়ুন ➢ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর

10 Comments

  1. Champa Das May 11, 2022 Reply
  2. Champa Das May 18, 2022 Reply
  3. M M Rakib Hasan July 21, 2022 Reply
  4. Km kabil Khan Santo October 15, 2022 Reply
  5. Umme Habiba November 9, 2022 Reply
  6. Sultana Moni December 11, 2022 Reply
  7. Md jeyadul islam December 28, 2022 Reply
  8. Hasan June 8, 2023 Reply
  9. shajid August 20, 2023 Reply
  10. MD Mehedi Hasan September 21, 2023 Reply

Leave a Reply