সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী
✬ ডেনমার্ক এর জাতীয় পতাকার নাম – ডেনব্রুগ।
✬ সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে – ডেনমার্ক।
✬ পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর – প্রশান্ত মহাসাগর ।
✬ পোল্যান্ড এর পার্লামেন্ট – সীম।
✬ জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ – কুড়িল দ্বীপপুঞ্জ।
✬ রাশিয়ার সম্রাটদের বলা হতো- জার।
✬ রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন – পিটার দ্য গ্রেট।
✬ এশিয়ার দীর্ঘতম নদী – ইয়াংসিকিয়াং।
✬ সুমেরীয়দের ধর্ম মন্দির – জিগুরাত।
✬ আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ – চীন।
✬ পৃথিবীতে সবচেয়ে শক্ত বস্তু – হীরা।
✬ রাশিয়ার যে সম্রাট দাড়ির উপর কর বসিয়েছিলেন – পিটার দ্য গ্রেট।
✬ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর – জেরিকো।
✬ ‘হেল বপ’ ধূমকেতু আবিষ্কার হয় – ১৯৯৫ সালে।
✬ ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ হিসেবে পরিচিত – ফ্লোরেন্স নাইটিংগেল।
✬ ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধে জড়িত – ক্রিমিয়ার যুদ্ধ।
✬ এশিয়ার ক্ষুদ্রতম দেশ – মালদ্বীপ।
✬ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট – জর্জ ওয়াশিংটন।।
✬ লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয় – ১৯১৭ সালে।
✬ ভূমধ্যসাগরীয় দেশ – আলজেরিয়া।
✬ অক্টোবর বিপ্লব / বলশেভিক বিপ্লব যে দেশে সংঘটিত হয় – রাশিয়া।
✬ পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ – পিরামিড।
✬ অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন – লেলিন।
✬ বিশ্বের সবচেয়ে সরু দেশ – চিলি।
✬ CIS এর সদরদপ্তর – মিনস্ক, বেলারুশ।
✬ নিউজিল্যান্ডের রাজধানী – ওয়েলিংটন।
✬ ‘Imperialism, the Highest Stage of Capitalism ‘ রচনা করেছেন – লেলিন।
✬ যে নেতার মরদেহ এখনো জাদুঘরে সংরক্ষণ করা আছে – লেলিন।
✬ ইরাকের প্রাচীন নাম – মেসোপটেমিয়া।
✬ লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম – সেন্ট পিটার্সবার্গ।
✬ জাপানের সবচেয়ে বড় দ্বীপ – হনসু।
✬ ‘জুলিয়াস সিজার’ বিখ্যাত ছিলেন – রোমান সম্রাট হিসাবে।
✬ হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড।
✬ পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ- রাশিয়া ( সোভিয়েত ইউনিয়ন)।
✬ ‘জুলু’ উপজাতি বাস করে – দক্ষিণ আফ্রিকায়।
✬ গ্লাসনস্ত অর্থ – খোলামেলা আলোচনা।
✬ “ওয়েস্ট ইন্ডিজ” নামকরণ করেন – ক্রিস্টোফার কলম্বাস।
✬ সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে – রাশিয়া।
✬ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক – রাশিয়া।
✬ ‘কনফুসিয়াস’ ছিলেন – চীনা দার্শনিক।
✬ ব্যাকরণ চর্চার আদিভূমি কোন দেশ – গ্রিস।
✬ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাষ্ট্র হয়েছিলো – ১৫ টি।
✬ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় – ১৯৯১ সালে।
✬ CIS এর সদস্য – ১১টি।
✬ ককেশাস অঞ্চলে অবস্থিত – ইউরোপে।
✬ স্টেট ডুমা যে দেশের আইনসভা – রাশিয়া।
✬ রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর – ভ্লাদিভস্টক।
✬ পারসিক ধর্মের প্রবর্তক – জরথ্রুস্ট।
✬ সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় – মালয়েশিয়া।
✬ জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি – ভ্লাদিভোস্টক।
✬ আয়তনে পৃথিবীর ছোট দেশ – ভ্যাটিকান।
✬ যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত – রাশিয়া।
✬ ‘অরেঞ্জ বিপ্লব” সংঘটিত হয় – ইউক্রেনে।
✬ বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্টিত হয় – চীন।
✬ পৃথিবীর প্রশস্ততম নদী – আমাজন।
✬ পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন – স্পেনে।
✬ সুইজারল্যান্ড এর প্রাচীন নাম – হেলভেটিয়া।
✬ ফ্যাসিজমের প্রবর্তক – বেনিটো মুসোলিনি।
✬ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী – তুরস্কে।
✬ ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে – পেরুতে।
✬ ইটালির আইনসভার নাম- পার্লামেন্ট।
✬ বিশ্বের মানচিত্রে যে দেশকে ‘লং সু’ মনে হয় – ইটালি।
✬ আধুনিক জার্মানির জনক – অটোভন বিসমার্ক।
✬ ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। ” – এডলফ হিটলার।
✬ ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ – আইসল্যান্ড।
✬ পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো – লাস্ট সাপার।
✬ নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।
✬ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য – গিলগামেস।
✬ আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) এর কার্যক্রম শুরু করে – ১৯৪৭ সালে।
✬ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম – গেস্টাপো।
✬ হিটলারের আত্মজীবনীগ্রন্থ – Mein Kampf।
✬ জার্মান ও ফ্রান্স সীমান্তরেখা – ম্যাজিনো লাইন।
✬ নীল নদের উৎপত্তি হয়েছে – ভিক্টোরিয়া হ্রদ।
✬ বার্লিন প্রাচীর তৈরি করা হয়- ১৯৬১ সালে।
✬ বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য – ১৫৫ কি.মি.
✬ ইতিহাস বিখ্যাত “ট্রয় নগরী” – তুরষ্কে।
✬ সমুদ্রবেষ্টিত স্বাধীন দ্বীপ রাষ্ট্র – ইন্দোনেশিয়া।
✬ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩ সালে।
✬ ক্রিস্টোফার কলম্বাস – ইতালির নাবিক।
✬ বার্লিন প্রাচীরের পতন ঘটে – ১৯৮৯ সালের ৯ নভেম্বর।
✬ পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় – ব্যাবিলনে।
✬ পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয় – ১৯৯০ সালের ৩ অক্টোবর (মধ্যরাতে)।
✬ হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন – ১৯৩৩ সালে।
✬ জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর – অ্যাঞ্জেলা মার্কেল।
✬ গ্রীনল্যান্ড দ্বীপের মালিকানা – ডেনমার্ক।
✬ জার্মানির আইনসভা – বুনডেসটাগ।
✬ পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয় – ভারতে।
✬ জাতিসংঘের অফিসিয়াল ভাষা – ৬টি।
✬ জার্মানিতে চ্যান্সেলর পদটি – প্রধানমন্ত্রীর সমতুল্য পদ।
✬ আফগানিস্তানের প্রধান ভাষা – পশতু।
✬ গ্রিক পুরাণে ভালোবাসার দেবতা নাম – আফ্রোডাইট।
✬ ‘এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।”- কার্ল মার্কস।
✬ প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল – ইরান।
✬ এডলফ হিটলার জন্মগ্রহণ করেন – অস্ট্রিয়ায়।
✬ বিশ্বের দীর্ঘতম নদী – নীলনদ।
✬ ‘শতবর্ষ ব্যাপী যুদ্ধ’ এর সময়কাল – (১৩৩৭-১৪৫৩)।
✬ ইংল্যান্ড এর যে রাজা ফ্রান্সের সিংহাসন দাবী করেন – ৩য় এডওয়ার্ড।
✬ জোয়ান অব আর্ক – ফরাসি বীর কন্যা।
✬ পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় – কারুইন।
✬ আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন – কলম্বাস।
✬ ফরাসি বিপ্লব হয় – ১৭৮৯ সালে।
(তথ্য সংগৃহীত)
আরো পড়ুন……. সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী ) প্রশ্ন ও উত্তর