সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আন্তর্জাতিক বিষয়াবলী

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য।

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর -সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য।

✬নিশীথ সূর্যের দেশ হলো — নরওয়ে।

✬সুর্যদয়ের দেশ বলা হয় – জাপান-কে।

✬পৃথিবীর দীর্ঘতম নদী – নীলনদ।

✬বিশ্বের প্রশস্ততম নদী – আমাজান।

✬সুমাত্রা দ্বীপ অবস্থিত – ভারত মহাসাগরে।

✬সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত – দক্ষিণ আটলান্টিক মহাসাগরে।

✬সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত – প্রশান্ত মহাসাগরে।

✬হোক্কাইডো দ্বীপ অবস্থিত – জাপানে।

✬জাফনা দ্বীপ অবস্থিত – শ্রীলঙ্কা।

✬পৃথিবীর ছাদ হলো — পামির মালভূমি।

✬এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় – ১৯৫৩ সালে।

✬বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় – ১৯৬৯ সালে।

✬সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে – ক্যালডীওরা।

✬পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রনয়ণ হয় – ব্যাবিলনে।

✬গনতন্ত্রের সূতিকাগার হলো – গ্রীক।

✬ইতিহাসের জনক বা পিতা – হেরোডোটাস।

✬এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের – সাড়ে চারগূন।

✬ প্রাচীন কালে পারস্য নামে পরিচিত ছিল – ইরান।

✬”আরব বসন্ত” বলতে বুঝায় – আরবের বিভিন্ন দেশে গনজাগরণ।

✬ BRICS-এর সদস্যগুলো হলো — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

✬দুটি মহাদেশের অন্তর্ভুক্ত দেশ – তুরস্ক।

✬মাদার তেরেসা জন্মগ্রহণ করেন – মেসিডোনিয়া।

✬ভারতের অঙ্গ রাজ্য রয়েছে – ২৮ টি।

✬চীনের দ্বৈত অর্থনীতির কারন – হংকং এর অর্থনীতি সচল রাখা।

✬ফকল্যান্ড যুদ্ধ হয় – ১৯৮২ সালে।

✬”কর্নারস্টোন অব্ পিস” স্মৃতিসৌধটি অবস্থিত – ওকিনাওয়া, জাপান।

✬নেপালের সর্বশেষ রাজা ছিলেন – জ্ঞানেন্দ্র।

✬হিসাববিজ্ঞানের জনক – লুকা প্যাসিওলি।

✬মালদ্বীপের দাপ্তরিক ভাষা – ধিবেহি।

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর –আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ MCQ

✬আরব স্পেনকে অভিহিত করত – আইবেরীয় উপদ্বীপ নামে।

✬গ্রিনল্যান্ডের এর মালিকানা – ডেনমার্কের।

✬সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি যে দেশে – ইংল্যান্ড।

✬‘সাত পাহাড়ের দেশ’ দেশ বলা হয় – রোমকে।

✬দক্ষিণের রানি বলা হয় – সিডনি শহরকে ।

✬ইউরোপের রেনেসাঁ শুরু হয় – চতুর্দশ শতাব্দীতে।

✬আরব-ইসরায়েল যুদ্ধ হয় – ১৯৪৮ সালে।

✬হিটলারের রাজনৈতিক দলের নাম – Nazi party.

✬দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট – ডি ক্লার্ক।

✬পৃথিবী – সৌরজগৎ এর একটি গ্রহ।

✬পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে – ৩৬৫দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

✬টুইটারের যাত্রা শুরু হয় — ২০০৬ সালে।

✬WWW-এর জনক – টিম বার্নাস লি ।

✬সার্চ ইঞ্জিনের জনক – অ্যালান এমটাজ।

✬ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন – ডট কম।

(সংগৃহীত)

2 Comments

  1. MD. SHAHIN ALAM December 6, 2021 Reply
  2. Champa Das May 11, 2022 Reply

Leave a Reply