সাধারণ জ্ঞান ( বাংলা ): বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – ০১

সাধারণ জ্ঞান: বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয় থেকে এই MCQ গুলো জেনে রাখুন ।

প্রশ্ন ১: সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন ?
➢ সত্যেন্দ্রনাথ দত্ত
➢ রবীন্দ্রনাথ ঠাকুর
➢ জসীম উদদীন
➢ কাজী নজরুল ইসলাম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন ২:‘কবর’ নাটক কার রচনা ?
➢ মুনীর চৌধুরী
➢ সত্যেন সেন
➢ শহীদুল্লাহ কায়সার
➢ জহির রায়হান
উত্তরঃ মুনীর চৌধুরী

প্রশ্ন ৩: বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?
➢ ১০টি
➢ ১১টি
➢ ১২টি
➢ ১৩টি
উত্তরঃ ১১টি

প্রশ্ন ৪: কবি আলাওলের জন্মস্থান কোথায় ?
➢ ফতেহাবাদ পরগনা
➢ বার্মার আরাকান
➢ চট্টগ্রামের জোবরা
➢ ফরিদপুরের সুরেশ্বর
উত্তরঃ ফতেহাবাদ পরগনা

প্রশ্ন ৫: ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা ?
➢ দেনা পাওনা
➢ মধ্যবর্তিনী
➢ সমাপ্তি
➢ পোস্ট মাস্টার
উত্তরঃ সমাপ্তি

প্রশ্ন ৬: মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ?
➢ ক্রীতদাসের হাসি
➢ হাঙর নদী গ্রেনেড
➢ সারেং বউ
➢ মাটি আর অশ্রু
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড

প্রশ্ন ৭: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন ?
➢ রামরাম বসু
➢ লর্ড ওয়েলেসলি
➢ উইলিয়াম কেরি
➢ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরঃ উইলিয়াম কেরি

প্রশ্ন ৮: ‘রাজলক্ষ্মী’চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে ?
➢ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
➢ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➢ কাজী নজরুল ইসলাম
➢ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন ৯: বেগম রোকেয়ার রচনা কোনটি ?
➢ অবরোধবাসিনী
➢ আয়না
➢ লালসালু
➢ ভাষা ও সাহিত্য
উত্তরঃ অবরোধবাসিনী

প্রশ্ন ১০: সনেট কবিতার প্রবর্তক কে?
➢ দিজেন্দ্রজাল রায়
➢ মাইকেল মধুসূদন দত্ত
➢ রজনীকান্ত সেন
➢ অতুলপ্রসাদ সেন
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন ১১: কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ?
➢ ধূসর পান্ডুলিপি
➢ অন্ধকার একা
➢ নাম রেখেছি কোমল গান্ধার
➢ একক সন্ধ্যায় বসন্ত
উত্তরঃ ধূসর পান্ডুলিপি

প্রশ্ন ১২: ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় ?
➢ ১৮৭২ সালে
➢ ১৮৬৫ সালে
➢ ১৯৭৫ সালে
➢ ১৯৮১ সালে
উত্তরঃ ১৮৭২ সালে

প্রশ্ন ১৩: ‘আবোল-তাবোল’ কার লেখা ?
➢ সত্যজিৎ রায়
➢ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
➢ সুকুমার রায়
➢ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
উত্তরঃ সুকুমার রায়

প্রশ্ন ১৪: ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে ?
➢ শহিদুলল্লাহ কায়সার
➢ জহির রায়হান
➢ শওকত ওসমান
➢ রশিদ করিম
উত্তরঃ রশিদ করিম

প্রশ্ন ১৫: ‘সংশপ্তক’ কার রচনা ?
➢ শহীদুল্লাহ কায়সার
➢ শওকত ওসমান
➢ জহির রায়হান
➢ মুনীর চৌধুরী
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার

প্রশ্ন ১৬: ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন ?
➢ ছোটগল্প
➢ রুপকথা
➢ গ্রাম্যগীতিকা
➢ রুপকথা-উপকথা
উত্তরঃ রুপকথা

প্রশ্ন ১৭: কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি ?
➢ রাঙা জবা
➢ মরুসূর্য
➢ মরুশিখা
➢ অগ্নিকোণ
উত্তরঃ রাঙা জবা

প্রশ্ন ১৮: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ?
➢ বনফুল
➢ ভানুসিংহ
➢ টেকচাঁদ ঠাকুর
➢ মুকুন্দরাম
উত্তরঃ ভানুসিংহ

প্রশ্ন ১৯: ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে ?
➢ আর, সি, মজুমদার
➢ অধ্যাপক সুনীতি সেন
➢ নীহার রঞ্জন রায়
➢ অধ্যাপক আবদুল করিম
উত্তরঃ নীহার রঞ্জন রায়

প্রশ্ন ২০: কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ?
➢ ১৯৭১ সালে
➢ ১৯৮১ সালে
➢ ১৯৫১ সালে
➢ ১৯৬১ সালে
উত্তরঃ ১৯৬১ সালে

উপরের MCQ গুলো শিখা হয়ে গেলে নিচে MCQ Test -1 এই লিংকে ক্লিক করে একটা পরীক্ষা দিয়ে দেখুন কতুটুকু শিখতে পেরেছেন।

সাধারন জ্ঞান ( বাংলা ): MCQ Test -1

2 Comments

  1. রাকিব January 8, 2021 Reply
    • uttam January 11, 2021 Reply

Leave a Reply